![]() |
ভারতের মনিপুর অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে বাংলাদেশ। এতে আতঙ্কিত হয়ে রাজধানীর একটি ভবন থেকে নামতে গিয়ে একজন মারা গেছেন। এছাড়া আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৪০ জন।
রাজধানী ঢাকাসহ পুরো দেশেই সোমবার ভোর ৫টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। তবে প্রাথমিকভাবে এই মাত্রা ৬.৮ বলে জানানো হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে। আর এর উপকেন্দ্র ছিল ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি।
ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার পর অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেসমিন আরা বেগম বলেন, আমি ঘুমে ছিলাম। ভোরের দিকে খাটের ঝাঁকুনিতে ঘুম ভেঙ্গে যায়। এসময় বাসার সব কিছুই কাঁপছিল। পরে ভূমিকম্প হচ্ছে টের পেয়ে দ্রুত বাসার তিন সদস্যকে নিয়ে আমি রাস্তায় নেমে যাই। এসময় অন্যান্য ভবন থেকেও লোকজন নেমে আসেন।
তিনি বলেন, ভবনটি এমনভাবে কাঁপছিল মনে হয়েছে ভেঙ্গে পড়বে।

No comments:
Post a Comment