লিখেছেনঃ আমারব্লগ তথ্যকেন্দ্র (তারিখঃ সোমবার, ২৫/০৭/২০১৫ - 0২:৩১)
তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর সমাপ্তি পায় না।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই।
আমাদের জন্মক্ষণ, আমাদের ধর্ম কোনো কিছু বেছে নেয়ার অধিকার নেই।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না, সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক।
আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পণ্য আমাদের প্রয়োজন, কোনটা দরকারি নয়।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে, কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে।
আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক।
আমরা ভাবতে শিখছি না, ভাবার ভান করছি ক্রমাগত।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব, আর কী ভাবব না ।
আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং।
আশ্রয় ছিল আন্তর্জাল।
হায়, সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কানের কাছে ক্রমাগত 'হাউস দ্যাট' চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা।
কেউ দরজায় আগল দিয়েছেন, কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে।
এখনই উপযুক্ত সময় কিছু একটা করার।
এখনই তৈরি করতে হবে নিজের বাকভূম।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস।
আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায়।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না।
সাইটের জ্বালানি যারা আপাত: সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার, মেধার, মননের।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর।
কথা হোক ইচ্ছেমতো।
যা বলা যায়, আর যায় না, সবই উঠে আসুক এখানে।
হোক প্রস্তাব, আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি।
নিজের পায়ে দাঁড়ান শক্ত হয়ে, অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে।
বাধা কিংবা সমর্থন - কোনো কাজেই কর্তৃপক্ষ এখানে দৃষ্টিগোচর নন।
আত্মবিশ্বাসে চিৎকার করে বলুন - এই ব্লগ কর্তৃপক্ষের নয়, এই ব্লগ -আমারব্লগ ।
এই ব্লগের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ব্লগটি আপনার হয়ে যায়। তাই 'আমার ব্লগ' এর সঙ্গেই থাকুন।
কৃতজ্ঞতা স্বীকার :
সর্বপ্রথম কৃতজ্ঞতা আমারব্লগের সকল ব্লগারদের প্রতি। কারন তাদের লেখালেখির কারনেই আমারব্লগ তার অস্তিত্ব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্টানের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করছি।
- আমারব্লগ এ সোলাইমানলিপি ফন্ট ব্যবহার করা হয়েছে। ডেভেলপ করেছেনঃ জনি ।
- আমারব্লগ এর লোগো ডিজাইন করেছেনঃ জাহিদ এন্ড মেহেদী ।
- আমারব্লগ এর ব্যানার : আমি নিজেই, মাঝে মাঝে কার্টুনিস্ট জাহিদ , অরণ্য আনাম সহ আরো কিছু ব্লগার আমারব্লগ এর জন্য সিজনাল ব্যানার বানিয়ে দিয়ে থাকেন।
- হাসিন হায়দারের ডেভোলাপ করা ফোনেটিক কী-বোর্ড , অভ্র কী-বোর্ড এবং ইউনিজয় কী-বোর্ড ব্যবহার করা হয়েছে।
- বিজয় ইউনিকোড স্ক্রিপ্ট : এস এম মাহবুব মুর্শেদ ও অরূপ কামাল ।
- মেহেদি হাসানব্লগ ডট কম নামটি ব্লগার অলৌকিক হাসানের দেওয়া। সর্বসম্মতিক্রমে বাংলাব্লগের অলিখিত গ্রুপ "দ্যা এ টিম" দ্বারা গৃহীত।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই।
আমাদের জন্মক্ষণ, আমাদের ধর্ম কোনো কিছু বেছে নেয়ার অধিকার নেই।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না, সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক।
আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পণ্য আমাদের প্রয়োজন, কোনটা দরকারি নয়।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে, কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে।
আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক।
আমরা ভাবতে শিখছি না, ভাবার ভান করছি ক্রমাগত।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব, আর কী ভাবব না ।
আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং।
আশ্রয় ছিল আন্তর্জাল।
হায়, সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কানের কাছে ক্রমাগত 'হাউস দ্যাট' চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা।
কেউ দরজায় আগল দিয়েছেন, কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে।
এখনই উপযুক্ত সময় কিছু একটা করার।
এখনই তৈরি করতে হবে নিজের বাকভূম।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস।
আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায়।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না।
সাইটের জ্বালানি যারা আপাত: সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার, মেধার, মননের।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর।
কথা হোক ইচ্ছেমতো।
যা বলা যায়, আর যায় না, সবই উঠে আসুক এখানে।
হোক প্রস্তাব, আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি।
নিজের পায়ে দাঁড়ান শক্ত হয়ে, অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে।
বাধা কিংবা সমর্থন - কোনো কাজেই কর্তৃপক্ষ এখানে দৃষ্টিগোচর নন।
আত্মবিশ্বাসে চিৎকার করে বলুন - এই ব্লগ কর্তৃপক্ষের নয়, এই ব্লগ -আমারব্লগ ।
এই ব্লগের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ব্লগটি আপনার হয়ে যায়। তাই 'আমার ব্লগ' এর সঙ্গেই থাকুন।
কৃতজ্ঞতা স্বীকার :
সর্বপ্রথম কৃতজ্ঞতা আমারব্লগের সকল ব্লগারদের প্রতি। কারন তাদের লেখালেখির কারনেই আমারব্লগ তার অস্তিত্ব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্টানের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করছি।
- আমারব্লগ এ সোলাইমানলিপি ফন্ট ব্যবহার করা হয়েছে। ডেভেলপ করেছেনঃ জনি ।
- আমারব্লগ এর লোগো ডিজাইন করেছেনঃ জাহিদ এন্ড মেহেদী ।
- আমারব্লগ এর ব্যানার : আমি নিজেই, মাঝে মাঝে কার্টুনিস্ট জাহিদ , অরণ্য আনাম সহ আরো কিছু ব্লগার আমারব্লগ এর জন্য সিজনাল ব্যানার বানিয়ে দিয়ে থাকেন।
- হাসিন হায়দারের ডেভোলাপ করা ফোনেটিক কী-বোর্ড , অভ্র কী-বোর্ড এবং ইউনিজয় কী-বোর্ড ব্যবহার করা হয়েছে।
- বিজয় ইউনিকোড স্ক্রিপ্ট : এস এম মাহবুব মুর্শেদ ও অরূপ কামাল ।
- মেহেদি হাসানব্লগ ডট কম নামটি ব্লগার অলৌকিক হাসানের দেওয়া। সর্বসম্মতিক্রমে বাংলাব্লগের অলিখিত গ্রুপ "দ্যা এ টিম" দ্বারা গৃহীত।
No comments:
Post a Comment