প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। অনেকদিন পর ব্লগে লিখতে বসেছি। আজকের পোস্টের মূল বিষয় হল ফাইল শেয়ার করে টাকা আয়ের কৌশল।
আপনারা অনেকেই নিজের ব্লগে বিভিন্ন ফাইল শেয়ার করে থাকেন। এজন্য ZippyShare,DropBox,MediaFire ইত্যাদি ফাইল শেয়ার সাইটে আপনারা আপনাদের ফাইল গুলো আপলোড করে থাকেন। আজকে আপনাদের কাছে এমন একটি সাইট সম্পরকে বলব যেখানে আপনি আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন। তাও আবার ফ্রিতে!!!
এই ফাইল শেয়ারিং সাইট টি হল UsersCloud । সবচেয়ে বড় ব্যাপার হল এখানে আপনি আনলিমিটেড ফাইল শেয়ারিং এর সাথে সাথে বেশ কিছু টাকাও আয় করতে পারবেন। আপনার ফাইলটি যত বেশী ডাউনলোড হবে আপনি তত বেশী টাকা আয় করতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট লিংক এর মাধ্যমেও আরও কিছু টাকা আয় করতে পারবেন।
অর্থাৎ এক ঢিলে দুই পাখি!!! আপনার কাজও হল সাথে সাথে আয়ও হল। তাই দেরী না করে এখনই Sign Up করা শুরু করে দিন।
পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেননা। আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আগামিতে আরও ভাল কিছু পোস্ট নিয়ে উপস্থিত হব।



No comments:
Post a Comment