Wednesday, December 2, 2015

এবার পিসিতেও চালান বন্ধ হয়ে যাওয়া ফেসবুক সহ অন্যান্য ব্লক সাইট

অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যান্ড্রয়েডে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো যায়। এছাড়াও অপেরা মিনি ও ইউসি মিনি (প্রক্সি ব্রাউজার) দিয়েও যেকোনো মোবাইল থেকে ফেসবুক চালানো যায়। অনেকেই এই পদ্ধতিতে ফেসবুক চালাচ্ছেনও। আমার এই পোস্টটি মূলত তাদের জন্য যারা মোবাইল নয় বরং পিসিতে ফেসবুক চালাতে পারছেননা তাদের জন্য। এই সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে এসেছি একটি অ্যাডঅন/এক্সটেনশন যা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোমে ব্যবহার করা যাবে। আর এই অ্যাডঅন/এক্সটেনশন টি হল Browsec VPN । এই অ্যাডঅন/এক্সটেনশন টি দিয়ে শুধু ফেসবুক চালানো সম্ভব তা কিন্তু নয়। এর সাথে সাথে আপনি অন্যান্য ব্লক সাইট গুলোও অনায়াসে চালাতে পারবেন।

আপনি যদি গুগল ক্রোম ব্যবহারকারী হন তাহলে এখান থেকে Browsec নামক এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।


আর আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারী হলে এখান থেকে Browsec VPN নামক অ্যাডঅন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।

 বিশেষ দ্রষ্টব্যঃ অ্যাডঅন/এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করার পর অন করতে ভুলবেন না। তা নাহলে ফেসবুক ওপেন হবেনা।




No comments: