Wednesday, December 2, 2015

বিজয়ের মাসে জাতীয় পতাকায় রাঙ্গিয়ে তুলুন ফেসবুক প্রোফাইল!

সবাইকে আমাদের মহান বিজয়ের মাসের শুভেচ্চা জানিয়ে শুরু করছি আজকের লেখা। গত কয়েকদিন আগে ফ্রান্সে আইএস হামলার পর দেখলাম ফেসবুকে অনেকেই ফ্রান্সের জাতীয় পতাকা সম্বলীত পোফাইল পিকচার এড করেছিল। এই একই কাজ করতে পারেন এই মহান বিজয়ের মাসে। আমাদের বিজয়কে বিশ্বের কাছে পরিচিত করুন । তবে যাদের এটা পছন্দ না তাদের দরকার নাই। যাদের পছন্দ তারা এই লিংকে ক্লিক করুন ও প্রোফাইল পিকচার পরিবর্তন করুন নামে একটা বাটন পাবেন এখান থেকে যুক্ত করে ফেলুন।

সংগৃহীত




No comments: