Wednesday, December 2, 2015

প্রতিদিন ৬ মিনিট সময়, ৫ম মাস থেকে আয় করুন ৫০-৫০০ ডলার পর্যন্ত(অবাক হবেন না। ধৈর্যের ব্যাপার)

Image result for পিটিসি
আসসালামু আলাইকুম। আগেই বলে নিই-
১. যাদের পিটিসির উপর ভরসা নেই ১০০ হাত দুরে থাকুন।
২. আমি এখনো পেমেন্ট পাইনি। কারণ আমি দুই মাস ধরে ২ মাস কাজ করছি।
আমি এখন আপনাদের ৩টি ট্রাস্টেড পিটিসি সাইট থেকে দৈনিক মোট ৬ মিনিট কাজ করে ৫ মাস পরে প্রতি মাসে ৫০০ ডলার পর্যন্ত আয় করার পদ্ধতি শেখাবো যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং আমার এই সাইটগুলো অনেক রিভিউ পড়ে ট্রাস্টেড হিসেবেই জানতে পেরেছি। সাইটগুলো হলোইউজক্লিক্স ও এডফিভার. আয় করার পদ্ধতিসহ বিস্তারিত লিখবো আজ এই পোস্টে।
সাইটদুটি Legit সাইট। যারা নিয়মিত পেমেন্ট করে তাদেরকে Legit সাইট বলে। আর যারা পেমেন্ট করেনা তারা Scam.
Banner 
http://www.adfiver.com/
এবার আগে আমরা দেখে নিই আনুমানিক মাসিক আয়ের চার্ট যদি আমার কথামত কাজ করেন। 
১ম মাস-৫ম মাস=০ ডলার(এই সময়টা সঞ্চয় করবেন আর রেফারেল কিনবেন।)
৬ষ্ঠ মাস ১২ ডলার= প্রায় ১০০০ টাকা(আনুমানিক)
১ম বছর থেকে= আস্তে আস্তে বাড়তে থাকবে। ১০০০০ টাকা হয়তো হয়ে যাবে এক বছর পরেই মাসিক আয়।
এবার দেখুন কিভাবে আয় করবেন।

১. ইউজক্লিক্স ও এডফিভার সাইটগুলোতে প্রথমে সাইন আপ করে ফেলুন। ইউজক্লিক্সে লগিন করুন।
২. এবার View Ads এ ক্লিক করুন।
৩. হুমম, দেখুন অনেক এড। প্রায় ২০-২২ টা, তাই না? এত এড আমরা দেখবো না। অযথা সময় নষ্ট। দেখুন Fixed Ads গুলোর জন্য পাবেন মাত্র ০.০০১ ডলার। অযথা সময় নষ্ট। অতএব, নিচে নামুন।
৪. Daily Ads এ দেখুন প্রতিটি এডের জন্য পাবেন ০.০১ ডলার। ৪টি ডেইলি এড দেখুন। ২ মিনিট লাগবে। আর লগইন ইত্যাদির সময় ধরে দৈনিক ৪ মিনিটের বেশি খরচ হবে না।
৫. এবার এডফিভারে যান, একই কাজ করুন।
৬. প্রতিদিনই এই ৪টা এড দেখুন।
 ৭. এভাবে ১৫ দিন পর উভয় সাইটে ০.৬০ ডলার হবে। Dashboard এ যান এবং পাশের মেনু থেকে Fund Purchase Balance এ ক্লিক করুন। মেইন ব্যালান্স সিলেক্ট করুন। এবং এমাউন্টের ঘরে লিখুন ০.৬০ এবং একাউন্টে টাকা যুক্ত করুন।
৮. Rent Referrals এ ক্লিক করুন। ৩ জন রেফারেল ক্রয় করুন। দেখুন আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
৯. প্রথম ৫ মাস খালি আয় করুন আর রেফারেল কিনুন। রেফারেল ৩০+ হয়ে গেলে এবার প্রতি মাসে প্রায় ১২ ডলার আয় হবে।
১০. এখন প্রতি মাসে ২৫% টাকা দিয়ে রেফারেল কিনুন। বাকি টাকা ক্যাশ আউট করুন।
১১. ক্যাশ আউট করতে Personal settings এ যেয়ে আপনার পেজা ইমেইল আপডেট করে নিন।
১২.Fund Purchase Balance এ গিয়ে পেজায় টাকা ভরে নিয়ে পেজা দিয়ে ক্যাশ আউট করুন।



No comments: