কেমন আছেন সবায়। আশা করি ভাল আছেন।
আমি একজন ছোটখাটো ব্লগার, আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি।
আজ ব্লগার ভাইদের জন্য একটি টিপস শেয়ার করবো। আমরা সকল ব্লগার জানি যে, সাইটম্যাপ SEO এর ক্ষেত্রে কতটা জরুরি। সাইটম্যাপ ২ ধরনের
সার্চ ইঞ্জিনের জন্য
ভিজিটরদের জন্য
১ নং সাইটম্যাপ সম্পর্কে আমি পূর্বে পোস্ট করেছি। যারা দেখেননি এই লিংক থেকে দেখে নিতে পারেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ২ নং সাইটম্যাপ সম্পর্কে,
দেখুন আমরা সকল ব্লগাররা একটা কথা জানি যে , ব্লগিং এ সফলতা আসে ভিজিটর থেকে। আর ভিজিটর জতবেশি আপনার সাইটে অবস্থান করবে, আপনার আয় বাড়বে। তাই ভিজিটরদের জন্য সাইট ম্যাপ তৈরি করলে আপনার সাইটে কি কি আছে একজন ভিজিটর সবকিছু জানতে পারবে। তাহলে চলুন
প্রথমে ব্লগে লগিন করে deshboard এ যান। এবার বামে pages এ ক্লিক করুন, একটি নতুন পেজ ওপেন হবে।
পেজ এর টাইটেল দিন সাইট ম্যাপ। এবার পোস্ট লেখার যায়গায় compose এর যায়গায় html ক্লিক করুন । খালি পেজ এ নিচের কোড বসিয়ে দিন।
আর হ্যাঁ উপরে techfor24.blogspot.com এর যায়গায় আপনার ব্লগ লিংক দিন। তারপর পাবলিশ করুন।
না বুজলে নিচের ছবি দেখুন
আশা করি বুঝতে কোন সমস্যা হয় নি। পাবলিশ করার পর ভিজিট করে দেখুন। হয়ে গেলো আপনার সাইট ম্যাপ।
সাইট ম্যাপ দেখতে কেমন হবে নিচে দেখুন
আশা করি সবায় করতে পেরেছেন। তারপরেও যদি কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। সবায় ভাল থাকবেন
No comments:
Post a Comment