Monday, November 30, 2015

এন্ড্রোয়েড এপলিকেশন তৈরি শুরু করার জন্য প্রাথমিক টিউটোরিয়াল ও গাইড লাইন।

প্রথমে Android ADT Bundle  ডাউনলোড করে আনজিপ করে নিন। তার জন্য ভিজিট করুনঃ
 এই লিঙ্ক টা কপি করে আপনার browser এ পেস্ট করুন আর ডাউনলোড করুন তারপর
      আনজিপ করার পর আপনি Eclipse ফোল্ডার থেকে Eclipse.exe ওপেন করুন।এবার আপনি Android App তৈরি করার জন্য প্রস্তুত।
    Eclipse থেকে File >> New >> New Android Project এ ক্লিক করে নতুন একটি প্রজেক্ট খুলতে পারবেন।
    new test project
    আপনার এপলিকেশনের নাম দিন। প্রজেক্ট এবং Package Name এর নাম দিন। তারপর নেক্সট এ ক্লিক করুন। Configure Launcher Icon থেকে আপনার পছন্দের আইকন এবং রঙ দিন। কিছু না দিলে ডিফল্ট মান ব্যবহার করা হবে। এভাবে নেক্সট করে ফিনিস করুন। তাহলে আপনার জন্য একটা টেস্ট এপলিকেশন তৈরি হবে। এবার আপনার ইচ্ছে মত কোড লেখার জন্য তৈরি হয়ে গেছে। আপনাকে প্রথমে XML layout এর গ্রাফিক্যাল লেয়াউট দেখাবে।
     কোড দেখতে চাইলে নিচের দিক থেকে activity_main.xml এ ক্লিক করে দেখে নিতে পারেন।  Eclipse এর Package Explorer এ আপনি যদি আপনার এপলিকেশনের ফাইল দেখেন তাহলে অনেক গুলো ফাইল দেখতে পাবেন।  ঐখানে অন্যান্য জাভা ফাইল, ক্লাস ফাইল এবং লাইব্রেরী গুলো রয়েছে। আস্তে আস্তে ঐগুলো জানার চেষ্টা করুন ইন্টারনেটের সাহায্য নিয়ে।
    জাভার কোড গুলো দেখতে প্যাকেজ এক্সপ্লোরারের Src ফোল্ডারের ঐখান থেকে দেখতে পারবেন।
    new test project java
    এবার আপনি প্রজেটটি রান করানোর জন্য বা টেস্টিং এর জন্য প্রস্তুত।
    রান করার জন্য Run Menu থেকে Run এ ক্লিক করে রান করা যাবে। বা Ctrl + F11 এ ক্লি করেও রান করানো যাবে। অথবা Run Icon এ ক্লিক করেও রান করানো যাবে। নিচের ছবিটি দেখতে পারেনঃ
    run android project
    অ্যাপ টেস্ট আগে আমরা একটি এন্ড্রোয়েড ভার্সুয়াল ডিভাইস/ইমিউলেটর তৈরি করে নি।  তার জন্য  Eclipse এর আইকন নেভিগেশন মেনু থেকে Android Virtual Device Manager ওপেন করুন।
    তাহলে Android Virtual Device Manager ওপেন হবে। ঐখানে এখনো কোন Android Virtual Device নেই কারন আমরা তৈরি করি নি। একটা তৈরি করার জন্য New তে ক্লিক করুন।
    • প্রথমে আপনার ডিভাইসের একটা নাম দিন, যেমনঃ JellyBean [ কোন স্পেস থাকতে পারবে না]
    • Target থেকে এন্ড্রোয়েডের কোন ভার্সনের ভার্সুয়াল ডিভাইস তৈরি করবেন তা ঠিক করুন। আমি 4.1 সিলেক্ট করলাম।
    • SD Card অংশ থেকে আপনার ভার্সুয়াল ডিভাইসের জন্য কতটুকু স্টোরেজ দিবেন তা দিন। ১ জিবি- আপনার হার্ডিস্কের ক্ষমতা অনুযায়ী দিতে পারেন।
    • অন্যান্য গুলো আপাতত ডিফল্ট হিসেবে রাখুন।  তারপর Create AVD তে ক্লিক করুন। তাহলে আপনার জন্য একটা ভার্সুয়াল ডিভাইস তৈরি হয়ে হবে।
    • এবার ভার্সুয়াল ডিভাইসটি সিলেক্ট করে Start এ ক্লিক করুন এবং লঞ্চ করুন। তাহলে আপনার ভার্সুয়াল ডিভাইস ওপেন হবে। দেখুন আমার ভার্সুয়াল Jelly Bean :)
    • আপনি Ctrl+F11 চেপে স্কিন রোটেট করতে পারবেন।
    আমাদের এন্ড্রোয়েড ভার্সুয়াল ডিভাইস রেডি। এবার প্রথমটি আমরা রান করে দেখতে পারি।
    সব কিছু ঠিক আছে কিনা তা চেক করার জন্য  Eclipse এর Run বাটনে ক্লিক করুন। এবং Android Application সিলেক্ট করুন। তাহলে আপনার ভার্সুয়াল ডিভাইসে আপনাকে আপনার প্রথম টেস্ট এপলিকেশন দেখাবে।
    স্বাগতম এন্ড্রোয়েডে এপলিকেশন ডেভলপমেন্টের দুনিয়ায় :) আশা করব সুন্দর কিছু এপলিকেশন তৈরি করতে পারবেন.



    No comments: