৪দিন আগের ঘটনা।। আমাদেরই পরিচিত একজন লোক।। উনি গ্রামের পৌরসভায় কাজ করেন।। নিজের বাড়ি দূরে হওয়ায় রাতে পৌরসভার গেস্ট রুমেই থাকেন।। ৪দিন আগে হটাত রাত ১০:৩০ এর দিকে তাঁর ঘুম চলে আসে।। কিছুক্ষণ ঘুমানোর পর হটাত উনার ঘুম ভেঙ্গে যায় কারো কান্নার আওয়াজ শুনে।। উনি ঘুম থেকে উঠে ভাবেন হয়তো রাত ১১-১২তার মাঝে বাজে এবং কেও বিপদে পরে পৌরসভার মাঝে এসে কান্নাকাটি করছে।। কিন্তু নিজের ঘড়িতে তাকিয়ে দেখলেন রাত তখন প্রায় ৩টা।। তবুও তিনি সাহস করে দরজা খুলে বারান্দা/ ব্যালকনি দিয়ে নিছে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধলোক নিচে বসে আছে।। বয়স ৭০-৭৫ হবে।। বৃদ্ধ খুব কান্নাকাটি করছিলেন আর একটা পাঁটের ব্যাগে কিছু ঢুকাচ্ছে।। পাঁটের ব্যাগে ঠিক কি ঢুকাচ্ছিলেন টা লোকটি দেখতে পাননি।। বৃদ্ধ কান্না করতে করতে হটাত হটাত বলছিলেন, “ওরা আমার সবকিছু নিয়ে ফেলল।। এখন আমার ছেলেমেয়েদের কি হবে??” লোকটি প্রায় ১ ঘণ্টা দাড়িয়ে বৃদ্ধ কে দেখলেন।। এর মাঝে বৃষ্টি শুরু হয়েছে এবং খুব ভালোই বৃষ্টি পড়ছে।। কিন্তু বৃদ্ধ লোকটি বৃষ্টির পানিতে একদমই ভিজছে নাহ।। এমনকি, তাঁর সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি কিছুই ভিজছে নাহ।। লোকটি আরও অবাক হয়ে দেখলেন, বৃদ্ধর চোখ, চেহারা, মুখ যেনও মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছিল।। ঠিক ৪টায় যখন মাইকে আজান দেয়ার আওয়াজ হল তখন সাথে সাথে বৃদ্ধ লোকটি গায়েব হয়ে জান।। লোকটি চারদিকে তাকিয়ে খুঁজেও বৃদ্ধকে আর কোথাও দেখতে পেলেন নাহ।।
No comments:
Post a Comment