Tuesday, February 9, 2016

ভারতীয় বিমান বাহিনীর নতুন ‘অস্ত্র’

Unnamed
ভারতীয় বিমান বাহিনীর
নতুন ‘অস্ত্র’: ঘুম নিয়ন্ত্রণ বড়ি l
ভারতের বিমান বাহিনীর
পাইলটদেরকে যুদ্ধ পরিস্থিতিতে
দায়িত্ব পালনের সময় সর্বক্ষণ
চাঙ্গা, চৌকস এবং সচেতন
রাখার কাজে ‘গো পিল’ নামে
পরিচিত বড়ি ‘মোডাফিনিল’
ব্যবহার করা হচ্ছে। গত তিন থেকে
চার বছর ধরে এ বড়ি ব্যবহার করা
হচ্ছে। অক্টোবরের ৩১ থেকে
নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত
ভারতব্যাপী কঠোর বিমান মহড়া
চলার সময় এ বড়ির কারণে বিমান
বাহিনীর পাইলটরা অনবদ্য তৎপরতা
দেখাতে পারছেন।
এ ছাড়া, দায়িত্ব পালনের
অবকাশে পাইলটদের নির্বিঘ্নে
ঘুম এবং বিশ্রাম নিশ্চিত করতে
‘নো গো পিল’ বড়ি হিসেবে
পরিচিত ‘জোলপিডেম’ ব্যবহার
করছে ভারতীয় বিমান বাহিনী।
সাধারণভাবে নিদ্রাহীনতা
রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
অবশ্য, যুদ্ধবিমান এবং সামরিক
হেলিকপ্টারের পাইলট নয় বরং
এয়ার কন্ট্রোল রুমের দায়িত্ব
পালনে নিয়োজিত কর্মকর্তারাসহ
বিমান বাহিনীর শীর্ষস্থানীয়
কর্মকর্তারা এ দুই বড়ি নিয়মিত
ব্যবহার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয়
বিমান বাহিনীর এক পদস্থ
কর্মকর্তা বলেছেন, বিমান
বাহিনীর চিকিৎসকদের পক্ষ
থেকে এ দুই বড়ি ব্যবহারের অনুমতি
দেয়ার আগে মাঠ পর্যায়ে ব্যাপক
পরীক্ষা-নিরীক্ষা চালানো
হয়েছে। আর এর ভিত্তিতেই ঘুম
নিয়ন্ত্রণ করতে এ দুই বড়ি ব্যবহারের
অনুমতি দেয়া হয়েছে।
এ দুই বড়িকে ভারতীয় বিমান
বাহিনীর ভাণ্ডারের ‘নতুন চৌকস
অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছে
দেশটির টাইমস অব ইন্ডিয়াসহ
আরো কিছু সংবাদ মাধ্যম।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.




No comments: