Saturday, January 23, 2016

এবার Online থেকে অতি সহযে ইনকাম করুন Android Mobile দিয়ে না দেখলে মিস করবেন।

Unnamed
টাকা Payout করার পদ্ধতি সমূহ:
Google Play Gift Card(কমপক্ষে $12)
Amazon Gift Card(কমপক্ষে $10.5)
Paypal (কমপক্ষে 10.5)
Itunes Gift Card(কমপক্ষে $12)
Xbox Gift Card(কমপক্ষে $10.5)
Facebook Gift Card(কমপক্ষে $12)
PlayStation Gift Card(কমপক্ষে $10.5)
Steam Gift Card(কমপক্ষে $22)
Skrill (কমপক্ষে $11)
তো চলুন শুরু করা যাক
১। প্রথমে এই লিংক থেকে waff
অ্যাপটি আপনার
মোবাইলে ডাউনলোড করে নিন
২। এরপর অ্যাপটি ওপেন করে
নিচের ছবির মত login এ ক্লিক করুন

৩। তাহলে ফেসবুক লগিন উইন্ডো
বের হবে সেখানে আপনার ইমেইল ও
পাসওয়ার্ড দিয়ে লগিন করুন (ভয়
পাবেননা এটি কোন ফিশিং অ্যাপ
নয়)। নিচের মতো করে

৫। ওকে তে ক্লিক করলে আপনি
সাইন ইন হয়ে যাবেন। এবং নিচের
মতো উইন্ডো দেখতে পাবেন
এইখানে এই ঘরে CP12976 লিখুন
এবং ওকে তে ক্লিক করুন। তাহলে
আপনি পাবেন ০.৫০ ডলার। এটি
হচ্ছে আমার ইনভাইটেশন কোড। এই
কোড লিখে ওকে করলে আপনি
পাবেন ০.৫০ ডলার সাথে আমিও
পাব ০.৫০ ডলার। কেননা আমি
আপনাকে ইনভাইট করলাম তাই। যদি
আপনি কোড টা না দেন তাহলে
আপনি ০.৫০ ডলার পাবেন না
আমিয়ো না।
বি: দ্র: নিচের ঘরে এই code না
লিখলে আপনি.0.50$ পাবেন না।
তাই সাবধনতার সহিত code CP12976
টি লিখুন।
৭। কোডটি দেওয়ার পর নিচের মতো
উইন্ডো দেখতে পাবেন।এইখানে
আপনি নানা ধরনের আপ্পস পাবেন।
এখন অগুলো শুধু ডাউনলোড করুন। আর
আয় করতে থাকুন।
প্লে স্টোর থেকে waff এ দেয়া
কোন অ্যাপ Install করলেই পবেন
$0.05-$0.12 পর্যন্ত।
waff দিয়ে Install করা অ্যাপটি
প্রতিদিন ব্যবহার করলেই পাবেন
$0.02-$0.1 পর্যন্ত। তবে একটি
নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন।
waff দিয়ে install করা অ্যাপটি
uninstall না করলে প্রতিদিন পাবেন
$0.01-$0.1 পরযন্ত।

৮। প্রতিদিন waff এ attendance চেক
করলে পাবেন $0.01। নিচের ছবির
মতো Check your attendence and get
rewards এ ক্লিক করুন তাহলেই
পেয়ে যাবেন $0.01।

৯। নিচের ছবির মতো করে waff এর
লোগো তে ক্লিক করুন। তাহলে
একটি মেনু ওপেন হবে। সেখানে
Invite Friend নামে একটি অপশন
আছে। ওইখানে ক্লিক করলেই
আপনি আপনার Invitation code টি
দেখতে পারবেন।
আর সেটি আপনার বন্ধুদের সাথে
শেয়ার করুন তাহলে আপনি পাবেন
৳৳ :D।
পেমেন্ট প্রুফ



No comments: