আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে।যাইহোক তবুও খুলে বলি আজ আমি যে ক্যামেরা অ্যাপ নিয়ে আসছি তা ২০১৫ সালে প্লেস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড কৃত অ্যাপের মধ্য একটি।সম্প্রতি গুগল এক বার্তায় প্রকাশ করে বিশ্বের ৭৫টি দেশে এই অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড হইছে এবং তাদের প্রিয় অ্যাপের ভেতর ছিলো।
এক নজরে অ্যাপটির রিভিউ দেখি চলুন।
- ১০মিলিয়ন+ ডাউনলোড।
- গুগল বেস্ট অ্যাপ ২০১৫।
- একটি অ্যাপেই সব কিছু।
- ফটো এডিটিং।
- লেন্স Blur করে DSLR এর মতো ছবি তুলতে পারবেন।
এছাড়াও কিছু আকর্শনীয় ফিচার পাবেন এই অ্যাপে।সত্যি বলতে আমি নিজে ব্যাবহার করি এই আপ্প।আপ্নিও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশাকরি ভাল লাগবে।
তাইলে আর দেরি করার কোন প্রশ্নই আসে না এখনি ডাউনলোড করে নিন।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
No comments:
Post a Comment