Assalamualikum……
—–নিজের মর্যাদা বাড়ানোর কৌশল—–
সব মানুষই চায়, নিজের মর্যাদা বাড়ুক। আপনি কি জনেন? কিসে মর্যাদা বৃদ্ধি পায়??
হ্যাঁ, আমাদের প্রিয় নবী করীম (সাঃ) তা আমাদের জানিয়ে দিয়েছেন। তিনি একদিন তাঁর সাহাবীদের জিজ্ঞেস করেন? “আমি কি তোমাদের বলবো, কিসে মানুষের মর্যাদা বাড়ায়?” তাঁরা বললেনঃ “অবশ্যি বলুন, হে আল্লাহর রসূল (সাঃ)!” তখন তিনি বললেন:-
“মর্যাদাদানকারীজিনিসগুলো হলোঃ
১) যে তোমার সাথে মুর্খের মতো ব্যবহার করবে, তুমি তার সাথে বিজ্ঞের মতো আচরণ করবে।
২) যে তোমার প্রতি অবিচার করবে, তুমি তাকে ক্ষমা করে দেবে
৩) যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দেবে।
৪) যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক জুড়বে।”
(তারগীব ও তারহীব: উবাদা ইবনে সামিত)
—–নিজের মর্যাদা বাড়ানোর কৌশল—–
সব মানুষই চায়, নিজের মর্যাদা বাড়ুক। আপনি কি জনেন? কিসে মর্যাদা বৃদ্ধি পায়??
হ্যাঁ, আমাদের প্রিয় নবী করীম (সাঃ) তা আমাদের জানিয়ে দিয়েছেন। তিনি একদিন তাঁর সাহাবীদের জিজ্ঞেস করেন? “আমি কি তোমাদের বলবো, কিসে মানুষের মর্যাদা বাড়ায়?” তাঁরা বললেনঃ “অবশ্যি বলুন, হে আল্লাহর রসূল (সাঃ)!” তখন তিনি বললেন:-
“মর্যাদাদানকারীজিনিসগুলো হলোঃ
১) যে তোমার সাথে মুর্খের মতো ব্যবহার করবে, তুমি তার সাথে বিজ্ঞের মতো আচরণ করবে।
২) যে তোমার প্রতি অবিচার করবে, তুমি তাকে ক্ষমা করে দেবে
৩) যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দেবে।
৪) যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক জুড়বে।”
(তারগীব ও তারহীব: উবাদা ইবনে সামিত)
No comments:
Post a Comment