Tuesday, January 5, 2016

আমাদের দেশে যেইভাবে ভুমিকম্পন হচ্ছে তাই আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ভূমিকম্পের নতুন অ্যাপ Earth Quake Alert!… Download করে নিন & সবাইকে সচেতন করুন।

Unnamed
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
আমাদের দেশে যেইভাবে ভুমিকম্পন হচ্ছে তাই
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ভূমিকম্পের নতুন অ্যাপ My Earth Quake Alert
নিচের লিনক থেকে প্রথমেই App টি নামিয়ে নিন।
এই অ্যাপ টির মাধ্যমে আপনি আজ সারাবিশ্বে কোথায় কোথায় ভূমি কম্প হয়েছে এবং কত
রেক্টারস্কেলে তা দেখতে পারবেন! সাথে যেই জায়গা গুলো তে ভুমি কম্প হয়েছে সেইগুলো ম্যাপ দ্বারা চিহ্নিত করা থাকে পাশাপাশা টাইম ও দেওয়া থাকে!
 
বিঃদ্রঃ এই অ্যাপটির মাধ্যমে আপনারা শুধু ভূমি
কম্পের উৎপত্তিস্থল সম্পর্কে জানতে পারবেন!
যেমন বাংলাদেশে কাল ভোর বেলায় যে ভূমি
কম্প টি হল ঐটার উৎপত্তিস্থল ছিল নেপালের হিতুরা তে! তোহ তাই খালি নেপালের ভুমিকম্পের মাত্রা দেখা যাবে কিন্তু বাংলাদেশে কত মাত্রার ভুমি কম্পন হয়েছে তা নির্ণয় করা যাবে না!



No comments: