Saturday, January 23, 2016

আমরা কে না চাই আমাদের একটা ভিজিটিং কার্ড থাকুক।আর একটি হেব্বি প্রফেশনাল মাপের কার্ড বানিয়ে নিন এখনি।

id card
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।

হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার পোষ্ট গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।
যাইহোক কাজের কথাই আসি।
অনেকেই ভাবেন ইসস নিজের যদি একটি সুন্দর ডিজাইনের ভিজিটিং কার্ড থাকতো??কিন্তু সময় সল্পতা এবং ডিজাইন না জানার কারনে অনেকেই বানাতে পারেন না।কিন্তু আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে অনেক সহজেই আপনার প্রিয় এন্ড্রোয়েট ফোন দিয়ে অনেক সুন্দর প্রফেশনাল মাপের একটি কার্ড বানিয়ে নিতে পারবেন।আর ফেসবুক বা অনলাইনে নিজের পরিচয়টা যদি একটু অন্যভাবে দেয়া যায় তাইলে মন্দ কি।চাইলে এই কার্ড আপনি প্রিন্ট করে নিতে পারেন।এখন তো হাজার কার্ড প্রিন্ট করতে মাত্র ২/৩০০ টাকা খরচ হয়।




চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

  • অনেক গুলো ট্যামপ্লেট।
  • ইচ্ছামতো কালার চেইঞ্জ।
  • অনেক গুলো আলাদা আলাদা ফন্ট।
  • হরিজেন্টাল কার্ড বানানোর সুবিধা সহ আরো অনেক কিছু।


সহ আরো অনেক ফিচার পাবেন।আর তাছাড়া অ্যাপটি সম্পূর্ণ পেইড ভার্সন বলে কোন প্রকার এডের সম্মুখীন হতে হবে না।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now → Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।



ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।

অ্যাপ ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।


আমার সাইটে সর্বপ্রথম প্রকাশিত।




No comments: