অনলাইন হয়রানি প্রতিরোধে, বিশেষ
করে গেমারদের ইন্টারনেট প্রটোকল
অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস
ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে
স্কাইপ।
করে গেমারদের ইন্টারনেট প্রটোকল
অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস
ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে
স্কাইপ।
ব্যবহারকারীদের নিরাপত্তা
বাড়াতেই স্বয়ংক্রিয়ভাবে (বাই
ডিফল্ট) আইপি অ্যাড্রেস লুকিয়ে
ফেলবে স্কাইপ। ডেস্কটপ ও মোবাইল
অ্যাপ্লিকেশন উভয় সংস্করণেই এ-
সুবিধা যুক্ত হয়েছে। ইন্টারনেট
প্রটোকল অ্যাড্রেস বা ইন্টারনেট
প্রটোকল ঠিকানা হলো একটি
সংখ্যাগত লেবেল, যা কোনো
কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রতিটি
কৌশল বা যন্ত্রের জন্য নির্ধারিত,
যেখানে নেটওয়ার্কের নোডগুলো
যোগাযোগের জন্য ইন্টারনেট প্রটোকল
ব্যবহার করে।
বাড়াতেই স্বয়ংক্রিয়ভাবে (বাই
ডিফল্ট) আইপি অ্যাড্রেস লুকিয়ে
ফেলবে স্কাইপ। ডেস্কটপ ও মোবাইল
অ্যাপ্লিকেশন উভয় সংস্করণেই এ-
সুবিধা যুক্ত হয়েছে। ইন্টারনেট
প্রটোকল অ্যাড্রেস বা ইন্টারনেট
প্রটোকল ঠিকানা হলো একটি
সংখ্যাগত লেবেল, যা কোনো
কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রতিটি
কৌশল বা যন্ত্রের জন্য নির্ধারিত,
যেখানে নেটওয়ার্কের নোডগুলো
যোগাযোগের জন্য ইন্টারনেট প্রটোকল
ব্যবহার করে।
এক ব্লগ পোস্টে স্কাইপ টিম বলেছে,
স্কাইপ থেকে আইপি অ্যাড্রেসে
নজরদারি ঠেকাবে এই পদক্ষেপ। বিশেষ
করে, গেমারদের অনলাইন হয়রানি বন্ধ
হবে এতে। স্কাইপের হালনাগাদ
সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।
স্কাইপ থেকে আইপি অ্যাড্রেসে
নজরদারি ঠেকাবে এই পদক্ষেপ। বিশেষ
করে, গেমারদের অনলাইন হয়রানি বন্ধ
হবে এতে। স্কাইপের হালনাগাদ
সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
No comments:
Post a Comment