Sunday, January 31, 2016

আপনার মোবাইল থাকতে টিভির জন্য রিমোট কেন? এবার আপনার প্রিয় ফোনই হবে টিভির রিমোট কন্টল।

Unnamed
আপনার মোবাইল থাকতে টিভির জন্য রিমোট কেন? এবার আপনার প্রিয় ফোনই হবে টিভির রিমোট কন্টল।
আমাদের সবার কাছে একটি না একটা এন্ড্রইদ মোবাইল আছে। এই মোবাইল দিয়ে যে ক্ত কিছু করা যায় আসলে তা হিসাব করার মতো সময় নেই। আসলে সবাই এখন মোবাইল দিয়ে কি কি করা যায় তা হিসাব করতে চায় না শুধু মোবাইল ব্যবহার করতে চায়। তাই এই মোবাইল ব্যবহারের তালিকায় আরেকটা সুবিদা যোগ করতেই আমি আপনাদের সাথে একটা চমতকার Android Apps নিয়ে আসলাম।
এই Android Apps এর মাধ্যমে টিভির রিমোটের সকল কাজ করতে পারবেন। টিভির চ্যানেল + সাউন্ড + অন + অফ সব কিছু রিমোট সিস্টেমের মতই।
এর জন্য শুধুমাত্র এটি ডাউনলোড করে এন্সট্যাল দিবেন।
ডাউনলোড লিনক: All TV remote control v1.01pakage.apk



No comments: