Thursday, January 21, 2016

শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সানির মাস্তিজাদে (ভিডিও)

মাস্তিজাদে সিনেমার দৃশ্য

মাস্তিজাদে সিনেমার দৃশ্য


বিনোদন ডেস্ক : নির্মাণের শুরু থেকেই একের পর এক বাধার মুখে পড়েছে বলিউড সেনসেশন সানি লিওনের মাস্তিজাদে। সেন্সর বোর্ডের ছাড়পত্রের বিষয়টি নিয়েও হয়েছে নানা ঝামেলা। তবে শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে এর ট্রেইলার।

গত ২৩ ডিসেম্বর, সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। সেখানে বেশকিছু দৃশ্যে খোলামেলা দেখা গেছে সানি লিওনকে। এক দৃশ্যে তো পুরোপুরি নগ্নই হয়েছেন এ অভিনেত্রী। এমনকি ট্রেইলারের শুরুতেও বলা হয়েছে এটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। সেখানে লেখা হয়েছে, ‘আঠারা কা নিচে খাতরা’ অর্থাৎ আঠারোর নিচে বিপদ রয়েছে।’ সানি লিওনের এমন দৃশ্যেগুলোর পাশাপাশি রয়েছে তুষার কাপুর এবং বীর দাশের দুষ্টুমি।

চলতি বছরে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ পিছিয়ে আগামী ২৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রীতিশ নন্দি এবং রঙ্গিতা নন্দি। সিনেমাটির পরিচালক মিলাপ জাভেরি। অ্যাডাল্ট-কমেডি ঘরানার মাস্তিজাদে সিনেমায় চশমা পরা লিলি এবং আবেদনময়ী লাইলা চরিত্রে সানি লিওনকে দেখা। সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে রিতেশ মুখকে।



No comments: