আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ…
তবুও অনেকেই বিভিন্ন পন্থায় ফেসবুক ব্যবহার করছে… এমনকি আমাদের দেশের মন্ত্রীদেরও ফেসবুক চালাতে দেখা গেছে…। :3
তাহলে আমরা কেন থেমে থাকবো??
যাইহোক বিভিন্ন ভিপিএন এ রাক্ষুসের মতো ডাটা কাটার নজির দেখা গেছে… Background data restrict করলে ভিপিএন ই কাজ করছে না।
যার ফলে যারা কম ডাটায় ফেসবুক চালাতেন তারা পরেছেন বিপাকে…।
তাছাড়া বেশির ভাগ ফ্রী ভিপিএন সফটওয়্যার এর স্পিড ও হয় কচ্ছপ গতির :3
তাদের জন্যই আজ নিয়ে এলাম একেবারেই সহজ একটা সমাধান…
প্রথমেই নিচ থেকে 1 Mb এর লেটেষ্ট “Uc browser mini.apk” software টা ডাওনলোড করুন (বিঃদ্রঃ এইটা Uc browser না uc browser mini )
ডাওনলোড করে ইনষ্টল করুন এবার যেকোন সীম দিয়ে সুপার ফার্ষ্ট স্পিড এ আরামসে ফেসবুক ব্যবহার করতে থাকুন ।
পোষ্টটি আপনার কাজে লাগলে ফেসবুকে/বন্ধুর সাথে শেয়ার করতে পারেন… তাহলে হয়তো অনেকের ই ডাটা সেভ হবে এবং স্লো ভিপিএন এর প্যারা থেকে মুক্তি পাবে।
Uc mini ত বাংলা ফন্টে সমস্যা ও তার সমাধানঃ
uc mini তে বাংলা ফন্টে অনেকের সমস্যা হচ্ছে… তারা settings=>Customize=>Bitmap Font এ টিক দিন…।
ক্লিয়ার বাংলা দেখতে পাবেন এবং যাদের ফোনে বাংলা সাপোর্ট করে না তারাও বাংলা দেখতে পাবেন 

বিঃদ্রঃ সব সীমে টেষ্ট করা হয় নাই….. যদি আপনার সীমে ট্রিকিটা না কাজ করে কমেন্ট সীম কোম্পানি এর নাম লিখুন
ভালো থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন
No comments:
Post a Comment