হাই,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। কেননা আপনার টেকটিউনস এর সাথে আছেন।
আমরা সবাই ফটোশপে ভিভিন্ন ধরনের কাজ করে থাকি,
তো আজ আমি আপনাদের দেখাবো কি করে ফটোশপের মাধ্যমে ছবির কিছু অংশ রঙ্গীন ও কিছু অংশ সাদাকালো করে ছবিকে নতুন রূপ দেও্য় যায়?
তাহলে শরু করা যাক,
- প্রথমে ফটোশপে আপনার একটি ছবি নিন
- এখন এটিকে Adjustment leare থেকে black and white সিলেক্ট করে সাসাকালো করে নিন
- এবার History Brush টুল দিয়ে আপনি এক্সে অংশ রঙ্গীন রাখতে চান সেই অংশে ব্রাশ করুন, প্রয়োজনে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন
আমার ছবিটি এমন হয়েছে, আপনারটি নিশ্চয়ই আরও সুন্দর হইছে,
No comments:
Post a Comment