![]() |
মানুষের পাশাপাশি এবার স্কাইপি ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে বানর। ভবিষ্যতে বানররাও ইন্টারনেট ব্যবহার করতে পারবে এমনটাই ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বানরকে যোগাযোগে অভ্যস্ত রাখার জন্য এ বিশেষ উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা।
শুরুতে সঙ্গীত শিল্পী পিটার গাব্রিয়েল নিজে এ কাজ নিয়ে আগ্রহী ছিলেন এবং তারই প্রকল্পে বর্তমানে কাজটি নিয়ে গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা।
ব্রিটিশ পত্রিকা ‘দ্য সানডে টাইমসকে’ গাব্রিয়েল জানান, এই উদ্যোগের জন্যে মাঙ্কি ওয়ার্ল্ড রেসকিউ সেন্টার এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে তিনি কাজ করছেন এবং সফলতার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত বানররা যোগাযোগের জন্য ইন্টারনেট এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করতে পারবে। এই উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বানরদের ওপর এই পরীক্ষাটি কিভাবে শুরু করা যাবে এই নিয়ে গবেষণা চলছে।’
উল্লেখ্য, ২০০১ সালে গাব্রিয়েল প্রথম এক বানরকে কম্পিউটার চালানো শিখিয়ে বিশ্ব মিডিয়ায় সংবাদ শিরোনামে আসেন।

No comments:
Post a Comment