Monday, December 28, 2015

যাদের ওপেরায় বাংলা সাপোর্ট করে না তাদের সমাধান।সবাই দেখুন কাজে লাগবে।

Unnamed
যাদের ওপেরায় বাংলা সাপোর্ট করে না তাদের সমাধান।সবাই দেখুন কাজে লাগবে।
সবাই কেমন আছেন ?
আশা করি ভালো আছেন।
আমি আপনাদের শেখাব কীভাবে
যে মোবাইলে বাংলা সাপোর্ট করে সে মোবাইলে কীভাবে বাংলা সাপোর্ট করাতে হয়।
হয়ত এ বিষয়ে অনেকে জানতে পারেন কিন্তু তাদের জন্য এই পোস্টটি নয়।
যারা জানে না তাদের জন্য এই পোস্ট।
তাই আগেই বলছি বাজে কমেন্ট থেকে দূরে থাকুন।

প্রথমে যা করতে হবে


আপনার মোবাইলের ওপেরা মিনি তে যান।
তারপর ইউরাল সার্চ বক্সে
opera:configলিখুন।
[http://] বাদে।
তারপর অনেক গুলো ঘর আসবে
সবচেয়ে শেষের আগের ঘরে দেখুন [use bitmap font] এরকম কিছু লেখা আছে ।
আর সেটায় ‘NO” করা আছে।
আপনি সেটা Yes করে দেন ।
এখন দেখুন বাংলা সাপোর্ট করছে।



No comments: