Saturday, December 26, 2015

এবার ২জি হোক বা ৩জি হোক যেকোন নেটওয়ার্কেই লাইভ টিভি আর লাইভ রিডিও একসাথে একটি অ্যাপেই দেখুন এবং শুনুন।খুব কম মেগাবাইট খরচ করে।


live
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আসলে এইটা কি ধরনের অ্যাপ ।যাইহোক তবুও বলি আমরা অনেকেই ফোনে টিভি বা রেডিও শুনতে চাই কিন্তু ভাল মানের অ্যাপ পাই না।আর পাইলেও হয়তো অনেক মেগাবাইট খরচ হয়।
তবে আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি ২জি বা ৩জি তে খুব কম মেগাবাইট খরচ করে লাইভ টিভি দেখতে পারবেন এবং চাইলে লাইভ রেডিও শুনতে পারবেন।
অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না।
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যাবহার করবেন।
IMG_20151130_182517

ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।



No comments: