![]() |
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া স্টারডাস্ট অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীপিকা পাড়ূকোন। ‘পিকু’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
আর অমিতাভ বচ্চন পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া প্রশংসা কুড়িয়েছে ‘মাসান’ ও ‘তালভার’ ছবি দুটি। সবাইকে ছাপিয়ে ‘মাসান’ ছবিতে অভিনয় করে রিচা চিড্ডা জিতে নিয়েছেন এডিটরস চয়েস অ্যাওয়ার্ড। সেরা ছবির পুরস্কার জিতেছে সালমান খান অভিনীত ‘বাজরঙ্গি ভাইজান’।
এ ছবির ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতেছে হারশালি মালহোত্রা। ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন কবির খান।

No comments:
Post a Comment