Monday, December 28, 2015

নিয়ে নিন মোস্তফা গেইম [শুধুমাত্র এন্ড্রয়েড ইউজার দের জন্য]

maxresdefault
সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।
আজ যেটি নিয়ে টিউন করবো তা হলো একটি গেইম।এই গেইমের কথা হয়তো অনেকের ই মনে আছে।
গেইমটি হলো মোস্তফা গেইম।ছোটবেলায় বাসা থেকে টাকা চুরই করে নিয়ে গিয়ে এই গেইম টা খেলতাম,কি দিন ছিলো আমাদের।এখন ও মনে পরে সে কসাই বসের কথা,হুন্ডা বসের কথা,ব্লেড বসের কথা।
gfs_15063_2_15
আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোস্তফা গেইম তাও এবার এন্ড্রয়েড প্লাটফর্মে তথা এন্ড্রয়েড ভার্সনে।এবার আর কষ্ট করে টাকা চুরি করে খেলা লাগবে না,কেননা এখন থেকে খেলতে পারবেন যত খুশি তত,যখন খুশি তখন,নিতে পারবেন আনলিমিটেড কয়েন,যা দিয়ে খুব সহজেই আনন্দ সহকারে গেইমটি অভার করতে পারবেন।
তো আর বেশি কথা বাড়িয়ে কিংবা বক বক করে লাভ নেই,নিচ থেকে এখুনি গেইমটি ডাউনলোড করে ফেলুন,আর আপনার বন্ধু কিংবা ছোট ভাইকে চমকে দিন।
Name : Cadillacs & Dinosaurs
Size: 11.8MB
তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ



No comments: