![]() |
দীর্ঘদিন বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন টিভি পর্দার পরিচিত মুখ সাবরিন সাকা মীম।
জানা যায়, সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন মীম। নাটকের নাম ‘স্বপ্নের ছায়া’। এটি পরিচালনা করছেন শফিকুল ইসলাম রিপন। ২৫ থেকে ২৮ ডিসেম্বর নাটকটির দৃশ্যধারণ হয়েছে পূবাইলে।
এ বিষয়ে মিম বলেন, নাটকটি করছি বাধ্য হয়ে। কারণ এটা অনেক আগে শুরু হওয়া একটি নাটক। সাড়ে চার বছর আগে শ্যুটিং করে রেখেছিলাম। এতদিন পর এসে প্রচার শুরু হয়েছে। যার ফলে আবার কাজ করতে হচ্ছে।
উল্লেখ্য, মীম এখন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন আরটিভিতে। ‘তারকালাপ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন।
উল্লেখ্য, মীম এখন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন আরটিভিতে। ‘তারকালাপ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন।

No comments:
Post a Comment