Saturday, December 26, 2015

স্টার জলসা দেখতে না দেওয়ায় আত্মহত্যা!!!

ভারতীয় চ্যানেল ‘স্টার জলসা দেখতে না
দেওয়ার অভিমানে’ গাজীপুরে ষষ্ঠ শ্রেণির এক
ছাত্রী ‘আত্মহত্যা’ করেছে।
মীম আক্তার কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকার
গুচ্ছগ্রামের আব্দুল আজিজ মিয়ার মেয়ে এবং
সিনাবহ উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।
কালিয়াকৈর থানার এএসআই আনোয়ারুল ইসলাম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার
দুপুরে মীম নিজের ঘরে বসে স্টার জলসায়
নাটক দেখছিল।
“এ সময় তার বাবা বাসায় ফিরে তাকে স্টার জলসা
দেখতে মানা করেন এবং টিভি বন্ধ করে চলে যান।
পরে ওই ঘরের আড়ার সাথে গলায় ওড়না
পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।”
লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ
তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠিয়েছে পুলিশ।



No comments: