Monday, November 30, 2015

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট (পার্ট ১)

আসসালামু আলাইকুম ।
সকলের মঙ্গল কামনা করে আমার প্রথম ব্লগ লিখা শুরু করছি ।আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হল ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট । আমি জানি এ বিষয়ে বাংলায় হাজার হাজার ব্লগ রয়েছে ,তবে আমি তাদের চেয়ে একটু ভিন্নভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করব । প্রথমে আমি এই বিষয়ে সমস্যাগুলো তোলে ধরব তারপর উত্তর খুঁজে বের করব । চলুন মুল কাজে ফিরে আসি ।


  • ওয়েব ডিজাইন কি??
ওয়েব জিজাইন বলতে আমরা  বলতে চাচ্ছি ওয়েব সাইট ডিজাইন ।ওয়েব সাইট গুলো হচ্ছে যেমন-  www.facebook.com,  www.twitter.com, www.prothom-alo.com, www.w3schools.com ইত্যাদি ।এই সাইটগুলোর ডিজাইন প্রক্রিয়াকেই বলে ওয়েব ডিজাইন।



  • ওয়েব ডিজাইন কারা করেন??
ওয়েব সাইট যারা কোডিংয়ের মাধ্যমে  ডিজাইন করেন তাদের বলা হয় ওয়েব ডিজাইনার ।এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ওয়েব ডিজাইনার হওয়ার প্রচেষ্টা চালাব।

  • ওয়েব ডিজাইন কিভাবে করে??
ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে কোডিং করতে হবে ।কোডিং করার কথা শুনে ঘাবড়ানোর কিছু নেই । আমার  সব টিউটোরিয়ালগুলো  দেখলে আশা করি ওয়েব ডিজাইন নিয়ে আর কোন সমস্যাই থাকবে না ।


  • ওয়েব ডিজাইন শিখতে কি কি প্রয়োজন ??
প্রথমত দরকার একটি টেক্সট এডিটর ।যেমন-  Notepad, Notepad++ , Adobe Dreamweaver । তবে Notepad++ দিয়ে কাজ করাটাই সবচেয়ে ভাল । ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে  Notepad ++   ।

আজ এই পর্যন্তই থাকুক ।  আগামী টিউটোরিয়ালে আমরা মুল কাজে নেমে যাব ।

আগামী পর্বে থাকছে ...
HTML ও Tag পরিচিতি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট (পার্ট 2)



No comments: