Thursday, October 29, 2015

গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ) শিখুন ফ্রিতে ধারাবাহিক ভাবে পর্ব-1

সম্মানিত সুধী,
আসসলামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে গত টিউনে (যারা আগের টিউন দেখেন নি তাদের বিনীত অনুরোধ করছি আগের টিউনটি দেখার জন্য। তা না হলে কিছুই বুঝবেন না।গত টিউন টি দেখতে এখানে ক্লিক করুন) যে বিষয়টি নিয়ে আলোচনা করে ছিলাম তা হয়তো আপনারা খুব ভালো ভাবে বুঝেছেন। আমি আপনাদের সারা পেয়ে আজ প্রথম টিউন টি শুরু করলাম। আশা করি এ ভাবে আমি প্রতিদিন নিয়মিত ভাবে আপনাদের মাঝে গ্রাফিক্স ডিজাইনের (ফটোশপ) এর সকল বিষয় নিয়ে উপস্থিত হবো। আমি দেখেছি আপনাদের যথেষ্ঠ আগ্রহ আছে গ্রাফিক্স ডিজাইন শেখার। সেই আগ্রহের আলোকে আমি ধারাবাহিক ভাবে আপনাদের সুন্দর ও সহজ ভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ) শিখাবো ইনশা আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে ‍সুস্থ্য রাখেন। আমি যাতে আপনাদের মাঝে দেয়া কথা রাখতে পারি। সেই শক্তি যেন আল্লাহ আমাকে দেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয় বস্তু নিয়ে প্রতিদিন আলোচনা করব। আমার সকল ভিডিও টিউটোরিয়াল গুলো আমার নিজস্ব ইউটিব চ্যানেলে পাবেন। শুধু তাই নয় আজকের প্রথম টিউটোরিয়াল টি আমি যথারীতি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। এখনি সেই টিউটোরিয়াল টি দেখা শুরু করুন। আর শিখতে থাকুন গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ)। আমার চ্যালেঞ্জ ইনশা আল্লাহ আমি আপনাদের দক্ষ করে দেখাবো অবহেলিত মানুষ কে কাজে লাগিয়ে দক্ষ করে আমরাও তুলতে পারি  

সকল ভিডিও দেখার জন্য  ইউটিউব চ্যানেলটি এখনি সাবস্কাইব করুন :   এখানে ক্লিক করুন

পর্ব-1- এর ভিডিও লিংক :    এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন

সকল টিউটোরিয়াল গুলোর সংবাদ পেতে এখনি এই পেইজে লাইক দিন :    এখানে ক্লিক করুন 
     আশা করি আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো।
টিউনে আমার কথায় অনেক ভুল ত্রুুটি থাকতে পারে। সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষ মাত্রই ভূল। আমিও মানুষ। তাই অনুগ্রহ পূর্বক কেউ বাজে কোন টিউমেন্ট করবেন না। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং টিউমেন্ট করে জানাবেন। যদি কারো কোন সমস্যা হয় বুঝতে ইনশা আল্লাহ আমি টিউমেন্ট এ জবাব দিব।
সবাই কে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

  https://www.facebook.com/Adobe-Photoshop-Tutorial-BD-1506732466318500



No comments: