Sunday, August 30, 2015

কিভাবে আপনি Wapka সাইটে Content Manager দিয়ে ফাইল Upload দিবেন।

আস্সালামু আলাইকুম। আসা করি সবাই ভালো আছেন। অনেকেই রিকুয়েষ্ট করেছেন যে একটা Wapka সাইট খুলেছেন কিন্তু সাইটে কনো ফাইল Upload করতে এবং ফাইলগুলো Show করাতে পারছেন না তাদের জন্যে আজকের টিউনে শিখাবো কিভাবে CM বা Content Manager দিয়ে Software, Game , Video, music এবং অন্যান্য ফাইল Upload করা যায়। টিউটরিয়ালঃ প্রথমে আপনি আপনার Wapka Account Login করুন। এবার সাইট লিষ্ট থেকে আপনার সাইট সিলেক্ট করুন এর পর Content Manager এ যান, নিচের ScreenShot দেখুন Screenshot_01.png অন্যভাবে সাইটের Admin Mode এ গিয়ে Edit Site থেকেও Content Manager এ যেতে পারেন Screenshot_02.png এখানে কিছু Category Folder দেখবেন , আপনি যে ধরনের ফাইল Upload দিবেন সেই Category নির্বাচন করুন, যেমন আপনি Video Upload দিতে চাইলে Video Folder Select করুন Screenshot_013.png আপনি যেই ধরনের ফাইল Upload দিবেন তার একটা Category তৈরি করুন, যেমন আমি Video এর মধ্যে Islamic Video নামের একটা Category তৈরি করেছি Screenshot_014.png Screenshot_015.png এবার আপনার তৈরিকৃত Category তে ঠুকুন, এখানে Upload এ ক্লিক করুন Screenshot_016.png এরপর আপনার ফাইল Upload করার System পাবেন একটা সরাসরি আপনার মেমোরি কার্ড থেকে Upload আরেকটা Url Upload । সাধারনত আমরা বড় ফাইল Upload দেবার জন্যে Url Upload system ব্যাবহার করে থাকি, Url দিয়ে Upload দিতে Upload Via Url এ ক্লিক করুন। নিচে দেওয়া ScreenShot দেখুন Screenshot_018.png এবার একটা বক্স পাবেন সেখানে আপনি যেই Software, video, Game, music Upload দিবেন সেই ফাইলের Direct download Link Coppy করে এনে বক্সে Paste করুন Screenshot_017.png দেখবেন ফাইলটা Upload হবে। এখন ঐ ফাইলের নাম, Discription দিয়ে Submit করুন। Screenshot_019.png হয়ে গেলো আপনার ফাইল Upload Complete. আগামি পর্বে আপনাদের শিখাবো কিভাবে ফাইল গুলো সাইটে Show করাবেন, অর্থাত কিভাবে CM filelist Code + download Page বসাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আর পোষ্টটি প্রথমে এখানে প্রকাশিত হয়াছিল। Similar Topics: 1. [Tut] কিভাবে আপনি Wapka সাইটে Content Manager দিয়ে ফাইল Upload দিবেন। 2. [Mega Post] new user profile code of TrickjanBD.CoM 3. [Code] নিয়ে নিন ২০১৫ সালের সেরা ডিজাইন করা নোটিস বোর্ড কোড, আমি সিওর কোডটা আপনার পছন্দ হবে। 4. [Code] ইন্টারনেটে এই প্রথম এবং Most Wanted । অনেকের Request এর পর নিয়ে এলাম TrickBD এর মত Title Logo কোড। 100% Working 5. [Mega Post] নিজেই তৈরী করুন TrickjanBD.CoM এর মত সম্পুর্ন নতুন ডিজাইনকরা ফোরাম সাইট ! ▶ পর্ব- ১৪ Quote Tags: [Tut], কিভাবে, আপনি, Wapka, সাইটে, Content, Manager, দিয়ে, ফাইল, Upload, দিবেন।,


No comments: