গল্প:-গুড়ালির উপর বসে
বসে কাঁদছে
লিখা:-Megh Bãlikä Mãishä (মেঘ
বালিকা)
আমার বাড়ির
গল্প ।
এবার আমাদের বাড়ির
বর্ণনাটা দেই –
আমাদের বাড়ি মেইন
রোড থেকে ১.৩০
সেকেন্ডের রাস্তা ।
রাস্তা টা মাটির ।
বাড়ি যাওয়ার পথে
রাস্তার দুই ধারে দুটি
পুকুর পড়ে যার একটি
ভাল অন্নটি খারাপ ।
খারাপ পুকুরটার
চারপাশে ছিল ঘন
জঙ্গল তার মাঝে ছিল
একটা বড় আম গাছ ।
ঘটনার আগের দিন
গাছটা কেটে ফেলা
হয়েছিল । এবারের
ঘটনা সেই কাঁটা আম
গাছকে ঘিরে-
একদিন আমার কাকা
রাত ১০ টার দিকে
বাড়ি ফিরছিল । পুকুর
পাড়ে আসতেই চোখ
পড়ল জঙ্গলের দিকে ।
কাকা অবাক হল ।
দেখল তার চাচি গাছের
গুড়ালির উপর বসে বসে
কাঁদছে । সে তার
চাচিকে কিছু বল্লনা ।
রেগেমেগে আগুন হয়ে
বাড়ীতে গিয়ে তার
চাচাতো ভাইকে বকা
দেয়া শুরু করল । বলল-
তোমার মা এত রাতে
জঙ্গলের ভিতর বসে
কাঁদে আর তুমি ঘরে
শুয়ে শুয়ে ঘুমাও তাইনা?
ছেলে হয়ে মা কে এত
কষ্ট দাও কি করে ?
তখন তার চাচাতো ভাই
বলল তুই এসব কি
বলছিস, (কাকাকে
ডেকে নিয়ে) ঐ তো
আমার আম্মা তো ঘরেই
ঘুমাচ্ছে ।
এটা কাকা দেখে অবাক
হল, প্রচণ্ড ভয় পেল ।
বলল- আমি তাহলে
জঙ্গলের কাঁটা
গাছটার উপর কাকে
দেখলাম ??
(বাস্তব ঘটনা)
No comments:
Post a Comment