Monday, January 18, 2016

এখন খুব সহজেই রাস্তা খুজে বের করুন ম্যাপ দেখে দেখে তাও আবার আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে।

gps
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
gps1
আজ আপনাদের সাথে যে এপটি শেয়ার করব এই এপটি দিয়ে আপনি আপনার গমণ পথ খুজে বের করতে পারবেন। ম্যাপের মাধ্যমে আপনি গাড়ির রাস্তা,ট্রেনের রাস্তা এবং পায়ে হাটার রাস্তা সব খুব সহজেই বের করে চলতে পারবেন। ধরুণ আপনি এক জায়গায় জাবেন সেখানে কিভাবে যাবেন আপনি আগেই দেখে নিতে পারবেন সেখানে কিভাবে যাবেন। অনেক মজা হবে এই এপটি দিয়ে। আপনারা নিশ্চৈ বুঝতেই পারছেন এটা কি ধরণের এপ।
gps2gps3
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: GPS Route Finder.Apk
GPS Route Finder



No comments: