বাংলা জগতে পরিচালক দের নাম নিয়ে আলোচনা হলে যে নাম টা সব প্রথমে থাকে সেটা হল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় । সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ছিলেন । কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর পূর্বপুরুষের আদি বাসস্থান ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয় ভাষায় Ladri di biciclette, "বাইসাইকেল চোর") দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তিনি পরিচালন জগতে বহু পুরস্কার পেয়েছেন কিন্তু তার মধ্যে অন্যতম হল ১৯৯১ সালে পাওয়া "অস্কার" , যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন ।
তাহলে উপরে দুই ভাবে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সঙ্গে সাল হিসাবে আর হ্যাঁ মুভি গুলর জন্য অবশ্যই দরিদ্র ডট কমকে ধন্যবাদ দিন সেখান থেকেই ফাইল গুল সুংগ্রহ করেছি । মুভি গুল ভালোলাগলে বন্ধদের সঙ্গে শেয়ার করুন লিঙ্কে সমস্যা হলে কমেন্ট করুন ।
তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসো বন্ধুর সঙ্গেই থাকুন ।
![]() |
সত্যজিৎ রায় |
উপরে মোটামোটি এই মানুষটি সম্পর্কে জানলাম আরও বিস্তারিত ভাবে এর জীবনি জানতে চাইলে অবশ্যই উইকিপিডিয়া দেখুন উপরের ফটো এর নিচে সত্যজিৎ রায় নামে ক্লিক করে জেনে নিতে পারেন । যাই হোক এই বিখ্যাত পরিচালকের বিখ্যাত কিছু মুভি আপনার পিসি হার্ডডিস্কে সংগ্রহ করে রাখুন ।
:: মুভি গুল ডাউনলোড করতে নিচের লিঙ্ক গুল দেখুন ::
▬▬▬▬▬▬▬▬▬▬▬
Apur Sansar (1959)
Aranyer Din Ratri (1970)
Ashani Sanket (1973)
Charulata (1964)
Chiriyakhana (1967)
Devi - The Goddess (1960)
Ganashatru (1989)
Ghare-Baire (1984)
Goopy Gyne Bagha Byne (1969)
Heerak Rajar Deshe (1980)
Jalsaghar (1958)
Jana Aranya (1975)
Joi Baba Felunath (1979)
Kanchenjungha (1962)
Kapurush (1965)
Mahanagar (1963)
Mahapurush (1965)
Nayak (1966)
Paras-Pathar (1958)
Pather Panchali (1955)
Pratidwandi (1970)
Seemabaddha (1971)
Shakha Proshakha (1990)
Shatranj Ke Khilari (1977)
Sonar Kella (1974)
Teen Kanya (1961)
Abhijan (1962)
Agantuk(1991)
তাহলে উপরে দুই ভাবে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সঙ্গে সাল হিসাবে আর হ্যাঁ মুভি গুলর জন্য অবশ্যই দরিদ্র ডট কমকে ধন্যবাদ দিন সেখান থেকেই ফাইল গুল সুংগ্রহ করেছি । মুভি গুল ভালোলাগলে বন্ধদের সঙ্গে শেয়ার করুন লিঙ্কে সমস্যা হলে কমেন্ট করুন ।
তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসো বন্ধুর সঙ্গেই থাকুন ।
No comments:
Post a Comment