Monday, December 14, 2015

ফেসবুক বন্ধ রাখার পর এবার টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ

Twitter_Skype_Imo_
সময়ের কণ্ঠস্বর- ২২ দিন বন্ধ করে দেওয়া ফেসবুক খুলে দেওয়ার পর এবার নিরাপত্তার কারণ দেখিয়ে ইন্টারনেট যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। রোববার রাত ৯টার দিকে বিটিআরসি থেকে দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসি ও মোবাইল অপারেটরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি।
বিটিআরসি থেকে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়, ভাইবার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের পাশাপাশি স্কাইপ, ইমো ও টুইটার আপনার নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের এই নির্দেশ বলবৎ​ থাকবে।
এর আগে সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর তিন দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হলো।
যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়।
দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর বাংলাদেশে ফেইসবুক খুললেও অন্য ভাইবারসহ অ্যাপগুলো এখনও বন্ধ রয়েছে।



No comments: