Tuesday, December 15, 2015

আপনার ব্লগের মেনুকে রূপান্তর করুন ড্রপডাউন মেনুতে+ব্লগস্পটে মেনু যুক্ত করুন।

আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন। এই টিউনটি একজনের রিকোয়েস্টে লিখলাম। ব্লগস্পটে দুই উপায়ে মেনু যোগ করা যায়। প্রথমত, এইচটিএমএল-এর সাহায্যে আর দ্বিতীয়ত ব্লগস্পটের Pages গ্যাজেটের সাহায্যে। আমার এই টিউটোরিয়ালটিতে আমি এইচটিএমএল দ্বারা তৈরিকৃত মেনু যদি ড্রপডাউন না হয় তাহলে তাকে ড্রপডাউন করার পদ্ধতি শেখাবো। আর যদি মেনু না থাকে তবে মেনু তৈরি করা শেখাবো।
আপনার ব্লগের এইচটিএমএলে গিয়ে সার্চ দিন "
এরকম কিছু লেখা দেখবেন। লেখাটা একটু ভিন্নও হতে পারে। আপনার এই মেনুর # আর Text এর সাথে যথাক্রমে লিংক আর  নাম দিয়ে রিপ্লেস করে দিয়ে মেনু এডিট করতে হয়। এখন আপনি চাচ্ছেন যে ব্লগস্পটের মেনুটাকে ড্রপডাউনে রূপান্তর করবেন। বিষয়টা খুব সহজ। ধরি, আপনার মেনুর কোড-
  • Text

  • Text

  • Text

  • Text

  • Text
  • পুরোটাকে কেটে দিন। এবার নিচের কোডটা দিয়ে রিপ্লেস করে দিন-
  • Menu 1

  • Menu 2

  • Menu 3

  • Menu 4

  • Menu 5
  • এখন # আর টেক্সটগুলো লিংক আর নাম দিয়ে রিপ্লেস করে দিন।
    এবার ধরা যাক, আপনার ব্লগে মেনুই নেই। আপনি একটি সুন্দর ড্রপডাউন মেনু যোগ করতে চান।
    ব্লগের হেডারের নিচে কোথাও Add a Gadget এ ক্লিক করুন।
    Adding a drop down menu to Blogger
    এখন এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট এ গিয়ে এই কোড পেস্ট করুন।
    
    
    
    এবার 
    এর পরের অংশ এডিট করে দিন। আজ আসি। আল্লাহ হাফেজ।


    No comments: