Monday, November 30, 2015

রবি-এয়ারটেল একীভূত হতে এক বছর সময় লাগবে

এয়ারটেলের সাথে একীভূত হওয়ার পুরো প্রক্রিয়া শেষ হতে আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে। 

এয়ারটেলের সাথে একীভূত হওয়ার পুরো প্রক্রিয়া শেষ হতে আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে। তবে প্রয়োজনীয় অনুমোদন পেলে আগামী তিন মাসের মধ্যেই একীভূত হওয়ার মূল কাজ শেষ করা যাবে বলেও জানান তিনি। আজ রবির প্রধান কার্যালয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 
সুপুন বীরাসিংহে বলেন, "বাংলাদেশে একীভূত হতে আদালতের অনুমোদনের প্রয়োজন পড়ে। আর আদালত এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পুরো প্রক্রিয়া শেষ করতে এক বছরের মতো সময় লেগে যাবে। এটা রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়।" 
এদিকে আজ রবি-এয়ারটেল একীভূতকরনের ব্যাপারে একটি রুল জারি করেছেন হাই কোর্ট। প্রতিযোগিতা কমিশন গঠন করে বাজার মূল্যায়নের ভিত্তিতে বেসরকারি মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট এই রুল জারি করেন। 
ব্যবসা একীভূত করতে অনুমোদন চেয়ে গত সেপ্টেম্বরে বিটিআরসি'র কাছে আবেদন করে রবি ও এয়ারটেল। সেখানে বলা হয়, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ মালিকানা থাকবে রবির হাতে এবং ২৫ শতাংশ থাকবে এয়ারটেলের হাতে। রবির ৭৫ শতাংশের মধ্যে ৭০ শতাংশ শেয়ারের মালিকানা পাবে আজিয়াটা গ্রুপ এবং ৫ শতাংশ থাকবে এনটিটি ডকোমোর হাতে।  
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রবির হাতে রয়েছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ স্পেকট্রাম। অন্যদিকে এয়ারটেলের কাছে আছে ২০ মেগাহার্টজ স্পেকট্রাম। দুটি প্রতিষ্ঠান একীভূত হলে এই স্পেকট্রাম একত্রীত হয়ে হবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ যা হবে মোবাইল অপারেটরগুলোর মধ্যে সর্বোচ্চ।  




No comments: